Wellcome to National Portal
Main Comtent Skiped

Regular Training


নিয়মিত প্রশিক্ষণ

মৌলিক প্রশিক্ষনের বিষয়বলী।

 ইসলামিক ফাউন্ডেশন এর অন্যতম একটি বিভাগ হচ্ছে ইমাম প্রশিক্ষণ একাডেমী । ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা,বরিশাল, দিনাশপুর ও সিলেট এ ০৭টি কেন্দ্রের মাধ্যমে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদেরকে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে  জ্ঞান দান করা হয়ে থাকে।  সমাজের ইমামদেরকে উপাজনক্ষম এবং সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য প্রশিক্ষিত করে আদশ নাগরিক হিসেবে গড়ে তোলাই ইমাম প্রশিক্ষনের লক্ষ্য উদ্দেশ্য ।

প্রশিক্ষনের বিষয় হলো।

কৃষি ও বনায়ন, পরিবার কল্যান, প্রানিসম্পদ পালন ও মৎস চাষ, প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা, প্রাথমিক শিক্ষা, বৃক্ষরোপন, বিজ্ঞান,ম কম্পিউটার শিক্ষা , নারীর অধিকার,ও ক্ষমতায়ন,  নারী শিশু পাচাররোধ, মাদক জুয়ার কুফল, অসামাজিক কাযকলাপর প্রতিরোধ বিষয়ক মৌলিক প্রশিক্ষন প্রদান করা হয়ে থাকে।   প্রতি দেড় মাস অন্তর ৪৫দিনের কোস সম্পুন্ন করা হয়। প্রশিক্ষন উপকরণ দেয়া হয়।  ৪৫দিন ব্যাপী প্রশিক্ষনের ভাতা দেয়া হয়।