জাতীয় চাঁদ দেখা কমিটির যাবতীয় কাজ এ বিভাগ থেকে হয়ে থাকে । এ কমিটিতে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম, আবহাওয়াবিদ, মহাকাশবিজ্ঞানী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ রয়েছেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী কমিটির সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এ কমিটির সদস্য সচিব।
জেলা চাঁদ দেখা কমিটি প্রতি মাসের ২৯ তারিখ একই ভাবে জেলা পর্যায় জেলা প্রশাসক কমিটির সভাপতি নোয়াখালী জেলার প্রখ্যাত ওলামায়ে কেরাম, জেলা তথ্য অফিসার , ইসলামিক ফাউন্ডেশন এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত থেকে জেলা পর্যায় চাঁদ দেখার সংবাদ জাতীয় পর্যায় পৌছিয়ে থাকেন। ।
নিম্মে বর্নিত জেলা চাঁদ দেখা কমিটি সদস্য বৃন্দ্
ক্রম | পদবী | মন্তব্য |
১ | জেলা প্রশাসক, নোয়াখালী | সভাপতি |
২ | পুলিশ সুপার, নোয়াখালী। | সদস্য |
৩ | অধ্যাপক, নোয়াখালী সরকারী কলেজ | সদস্য |
৪ | অধ্যক্ষ , -------------------------- | সদস্য |
৫ | সিনিয়র জেলা তথ্য অফিসার | সদস্য |
৬ | জেলা জামে মসজিদের খতিব | সদস্য |
৭ | মুহতামিম , ------------------------- | সদস্য |
৮ | আবহাওয়া কর্মকর্তা | সদস্য |
৯ | সভাপতি , জেলা ইমাম সমিতি | সদস্য |
১০ | উপ পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন,নোয়াখালী | সদস্য সচিব |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস