Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

১।      মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র: মসজিদ কমিটির মাধ্যম ইমামগণ ফিল্ড অফিসার বরাবর আবেদন করলে যোগ্যতা ও অভিজ্ঞতা বিবেচনা পূর্বক এ সেবা প্রদান করা হয়।

২।     প্রশিক্ষণের জন্য ইমাম বাছাইইমাম প্রশিক্ষণ একডেমি কতৃক ইমামদের ৪৫ দিন ব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। প্রশিক্ষণ প্রদানে জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির আলোকে ইমামগণ সাদা কাগজে আবেদন করলে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বাছাই কমিটি আবেদন যাচাই বাছাই করে প্রশিক্ষণে প্রেরনের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

৩।     মসজিদ পাঠাগার স্থাপন: বিনা মূল্যে বই ও আলমিরা প্রদান করা হয়ে থাকে। নির্ধারিত ফর্মে প্রাপ্ত আবেদন প্রকল্প দপ্তর কতৃক যাচাই বাছাই করে বই আলমিরা      প্রদানের মাধ্যমে সেবা প্রদান করা হয়। ইসলামিক ফাউন্ডেশন জেলা লাইব্রেরী অফিস চলাকালীন সময়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

৪।      অনুষ্ঠান আয়োজন: জাতীয় ধর্মীয় গুরুত্বপূর্ণ দিবসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান বা মসজিদ কমিটি কতৃক আবেদন করা হলে তাদের প্রতিষ্ঠানে অনুষ্ঠান বাস্তবায়নের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

৫।    চাদ দেখার খবর প্রদান আরবি মাসের ২৯ তারিখে জেলা চাদ দেখার কমিটি সভা অনুষ্ঠিত হয়। টেলিফোন / মোবাইল বা ব্যাক্তিগত যোগাযোগের মাধ্যমে চাদ দেখার খবর আদান প্রদান করে সেবা প্রদান করা হয়।

৬। সাংস্কৃতিক প্রতিযোগিতাপ্রত্যেক বছর জেলা/বিভাগ এবং জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন, সনদ প্রদান ও পুরস্কার বিতরনের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

৭। মানব সম্পদ প্রশিক্ষণ: জনসম্পদকে মানব সম্পদে রুপান্তর করার উদ্দেশ্যে মানব সম্পদ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম অব্যহত রয়েছে। এ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে সেবা প্রদান করা হয়। ইমামদেরকেগণশিক্ষা, পরিবারকল্যান, প্রাথমিকস্বাস্থ্যপরিচর্যাওপ্রাথমিকচিকিৎসা, কৃষি ও বনায়ন, পশু-পাখি পালন ও মৎস্য চাষ বিষয়ে ৪৫ দিন ব্যাপী প্রশিক্ষন এছাড়া ডেইরী ফার্ম, মৎস্য খামার, কৃষি ও বনায়ন, পরিবেশ দূষণ, সন্ত্রাস, জঙ্গীবাদ  প্রতিরোধ, দূর্নীতি মুক্ত সমাজ গঠন,যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন ও পাচার প্রতিরোধ, নারী অধিকার সংরক্ষন ইত্যাদি কাজে  ইমামদেরকে সম্পৃক্ত  করা হয়।

৮।     হজ্ব ব্যবস্থাপনাসরকারীভাবে হজ্ব গমনেচ্ছুকদেরকে হজ্বে গমনের বিভিন্ন সহযোগীতা প্রদানের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

৯।     ইমাম মোয়াজ্জিনদের সাহায্য ও ঋণপ্রদান: ইমাম মোয়াজ্জিন কল্যানট্রাষ্টের মাধ্যমে দরিদ্র অসহায় ইমাম মোয়াজ্জিন দেরকে সাহায্য ও সুদ মুক্ত প্রদানের মাধ্যমে সেবা প্রদান করা হয়।

১০।  সরকারী যাকাত ফান্ড :দুস্থ, বিধবা ও এতিম শিক্ষার্থীগণকে  উপজেল নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সাহায্যের আবেদন করলে জেলা  যাকাত কমিটি সিদ্ধান্তক্রমে 

সেবা প্রদান করা হয়।


ক্রম

প্রদেয় সেবা

সেবা গ্রহীতা

(কেন্দ্র শিক্ষক পদের জন্য)

সেবা প্র্রদান প্রদ্ধতি

সেবা প্রাপ্তির স্থান

সেবার মূল্য

দায়িত্ব প্রাপ্ত কর্মকতা/কর্মচারী

মসজিদভিত্তক শিশু ও গণশিক্ষা কার্যক্রম

অগ্র্রাধিকার ভিত্তিতে মসজিদরে ইমাম/মুয়াজ্জিন

১।নির্ধারিত ফরমে আবেদন

২।আবেদনকারীর ছবি

৩।জাতীয় পরিচয়পত্রের ছায়াকপি

৪। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র

৫।মসজিদরে ইমাম/মুয়াজ্জিন হিসেবে কমিটির প্রত্যয়ন

সকল উপজেলার মডেল রির্সোস সেন্টার ও জেলা কার্যালয়

বিনামূল্যে

সংশ্লিষ্ঠ উপজেলার ফিল্ড সুপারভাইজার

বই বিক্রয় কার্যক্রম

সর্বসাধারণ

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বই বিশেষ কমিশনের বিক্রয় করা হয়।

জেলা কার্যালয়ের বিক্রয় শাখা

নির্ধারিত মূল্যে

জেলা কার্যালয়ের বিক্রয় সহকারী

মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প

মসজিদসমূহ

১।নির্ধারিত ফরমে আবেদন

২।স্থানীয় সংসদ সদস্য/উপজেলার চেয়ারম্যান/উপজেলা নির্বাহী অফিসার/পৌর মেয়র ও সংশ্লিষ্ঠ ইউনিয়নের চেয়াম্যানের প্রত্যয়ন

     (প্রকল্প নীতিমালানুযায়ী)

ইসলামিক ফাউন্ডেশন জেলা/উপজেলা মডেল রির্সোস সেন্টার

বিনামূল্যে

জেলা কার্যালয়ের অফিস সহকারী

ইমাম প্রশিক্ষন

মসজিদরে খতিব/ ইমাম/মুয়াজ্জিন

১।নির্ধারিত ফরমে আবেদন

২। কমরত মসজিদরে খতিব/ইমাম/মুয়াজ্জিন হিসেবে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন

৩। ৪৫দিনব্যাপী প্রশিক্ষনের জন্য মসজিদ কমিটি কর্তৃক ছুটির অনুমোদনপত্র

৪। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র

৫।পাসর্পোট সাইজের ০২কপি সত্যায়িত ছবি ও স্ট্যাম্প সাইজের ০১কপি ছবি

প্রধান কার্যালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে জেলা কমিটি কর্তৃক বাছাই পূবক বিভাগীয় ইমাম প্রশিক্ষনে প্রেরণ

বিনামূল্যে

জেলা কার্যালয়ের অফিস সহকারী

ইমাম ও মুয়াজ্জিন কল্যান ট্রাষ্ট

(সুদমুক্ত ঋণ ও সাহায্য প্রদান কার্যক্রম)

ইমাম ও মুয়াজ্জিন কল্যান ট্রাষ্ট

এর সদস্যভুক্ত ইমাম ও মুয়াজ্জিন

১।নির্ধারিত ফরমে আবেদন

২।আবেদনকারীর ছবি 

৩।জাতীয় পরিচয়পত্রের ছায়াকপি

৪। টাষ্টের চাঁদা আয়ের রশিদ

ইসলামিক ফাউন্ডেশন জেলা/উপজেলা মডেল রির্সোস সেন্টার

বিনামূল্যে

সংশ্লিষ্ঠ উপজেলার ফিল্ড সুপারভাইজার

জেলা কার্যালয়ের হিসাবক

সন্ত্রাস ও জঙ্গীবাদ রিরোধী কর্মসূচী

সর্বসাধারণ

জুম’আ-র নামাজের প্রাক খুতবায় সংশ্লিষ্ঠ খতিব/ইমাম সাহেব কর্তৃক পবিত্র কুরআন হাদিসের আলোকে আলোচনা ও বিশেষ আলোচনা করা হয়।

সকল মসজিদ/মডেল রির্সোস সেন্টার সমূহ

-

সংশ্লিষ্ঠ উপজেলার ফিল্ড সুপারভাইজার ও

মডেল/সাধালণ কেয়ারটেকারগণ

যাকাত আদায় ও বিতরণ কার্যক্রম

ইসলামী শরিয়াহ মোতাবেক উপর্যুক্ত ব্যক্তি

১।নির্ধারিত ফরমে আবেদন

২।আবেদনকারীর ছবি 

৩।জাতীয় পরিচয়পত্রের ছায়াকপি

৪। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের কর্তৃক প্রদত্ব যাকাত গ্রহণের উপর্যুক্ততা মর্মে প্রত্যয়ন স্বাক্ষর

 

জেলা/উপজেলা প্রশাসন

ও ইসলামিক ফাউন্ডেশন

বিনামূল্যে

জেলা/সংশ্লিষ্ঠ উপজেলার যাকাত কমিটি