Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সহজ কুরআন শিক্ষা

সহজ কুরআন শিক্ষা

প্রাথমিক স্তরের (৪-৫) যে সব শিক্ষার্থী আরবী বর্ণমালার প্রাথমিক পরিচয় নিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ১ম ও ২য় শ্রেণীতে ভর্তি হয়েছে এবং যারা নানা কারণে ঝড়ে পড়েছে এমন ৬-১০ বছর বয়সী শিক্ষার্থীদের সহজ কুরআন শিরোনামে শিক্ষাক্রম রয়েছে। সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের বিষয়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা নির্ধারিত রয়েছে  নিম্নে কয়েকটি উলেস্নখ করা হলো-

১।

সহজভাবে পবিত্র কুরআন শরীফ পড়তে পারার দক্ষতা অর্জন করবে  এবং  দৈন্দিন জীবনে  তা চর্চা করবে ।

২।

ইসলাম ধর্মের নিয়ম-কানুন জানা ও মানার জন্য আগ্রহী হয়ে গড়ে উঠবে ।

৩।

শিক্ষার্থীরা জীবনের গুণগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও দক্ষতা অর্জন করবে ।

৪।

শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফে বর্ণিত বিভিন্ন  গুণাবলীর বিকাশ ঘটবে ।

৫।

শিক্ষার্থীদের মধ্যে প্রত্যাশিত আচরণ ও ইসলামী মূল্যবোধের বিকাশ ঘটবে।

শিখনফল 

পড়া বলাঃ

১।

শিক্ষার্থীরা আরবী হরফ দেখে চিনতে ও পড়তে পারবে।

২।

শিক্ষার্থীরা নু্ক্তাওয়ালা ও নুক্তা ছাড়া হরফ চিনতে, পড়তে ও পার্থক্য করতে পারবে ।

৩।

২৯টি আরবী হরফের উচ্চারণের পার্থক্য বুঝতে এবং সহীহভাবে উচ্চারণ করতে পারবে।

৪।

মাখরাজওয়ালা  হরফ বিশুদ্ধ উচ্চারণে পড়তে পারবে ।

৫।

যুক্তাক্ষর বিশিষ্ট হরফ চিনতে, বলতে ও পড়তে  পারবে ।

৬।

আরবী হরফের বিভিন্ন  রূপ চিনতে ও পড়তে পারবে  ।

৭।

আরবী হরফের মিলিতরুপ চিনতে পারবে  ।

৮।

হরকতের উচ্চারণ করতে পারবে ।

৯।

হরকতের ব্যবহার করে পড়তে পারবে ।

১০।

তানভীন উচ্চারণ করতে পারবে।

১১।

তানভীন ব্যবহার করে পড়তে পারবে।

১২।

জযমওয়ালা হরফ উচ্চারণ করতে পারবে।

১৩।

জযমের ব্যবহার করে পড়তে পারবে।

১৪।

কলকলার হরফ চিনতে পারবে।

১৫।

কলকলার হরফ সহীহ উচ্চারণে পড়তে পারবে । 

১৬।

তাশ্দীদওয়ালা হরফ চিনতে পারবে ।

১৭।

সহীহ উচ্চারণে তাশদীদযুক্ত শব্দ সঠিকভাবে পড়তে পারবে ।

১৮।

তাশদীদওয়ালা ও তাশদীদ ছাড়া শব্দের মধ্যকার পার্থক্য নির্ণয় করতে পারবে ।

১৯।

ওয়াজিব গুন্নাহ কী তা বলতে পারবে ।

২০।

গুন্নাহসহ উচ্চারণ করে কুরআন শরীফ তিলাওয়াত করতে পারবে ।

২১।

মাদ্দ-এর হরফে টেনে পড়তে পারবে ।

২২।

কখন গুন্নাহ করে পড়তে হয় এবং কখন গুন্নাহ করতে হয় না তা বলতে পারবে ।

২৩।

কোন্ কোন্ হরফ ও শব্দ মোটা এবং কোন্ কোন্ হরফ ও শব্দ চিকন করে পড়তে হয় তা বলতে পারবে ।

২৪।

নূনে কুতনী পড়তে পারবে ।

২৫।

যথা নিয়মে গোল তা  এবং সিক্তা পড়তে পারবে ।

২৬।

ওয়াকফের চিহ্নগুলো কী তা বলতে পারবে ।

২৭।

কুরআন শরীফ তিলাওয়াতকালে সঠিকভাবে ও যথাস্থানে ওয়াকফ করতে পারবে ।

২৮।

কুরআন মাজীদ-এর পরিচয়, পাঠের গুরুত্ব এবং তিলাওয়াতের ফযীলত বলতে পারবে ।

২৯।

মক্কী ও মাদানী সূরা কাকে বলে তা বলতে পারবে ।

৩০।

সূরাতুল  ফাতিহাসহ নির্বাচিত ১০টি সূরা মুখস্থ বলতে পারবে ।

৩১।

সূরাতুল  ফাতিহাসহ নির্বাচিত ১০টি সূরার বাংলা অর্থ দেখে পড়তে পারবে ।

৩২।

সঠিকভাবে ও সহীহ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করতে পারবে ।

৩৩।

শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণে ‘‘কালিমা তাইয়্যেবা’’ ও ‘‘কালিমা শাহাদাত’’ পড়তে ও মুখস্থ বলতে পারবে ।

৩৪।

শিক্ষার্থীরা  ‘‘কালিমা তাইয়্যেবা’’ ও ‘‘কালিমা শাহাদাত’’ এর বাংলা অর্থ বলতে পারবে ।

৩৫।

শিক্ষার্থীরা  নামাযের দু‘আসমূহ যথাস্থানে পড়তে পারবে ।

৩৬।

শিক্ষার্থীরা  যথা নিয়মে নামায আদায় করতে পারবে ।

৩৭।

শিক্ষার্থীরা ইসালামের ভিত্তি, গোসলের ফরয, ওজুর ফরয, তায়াম্মুমের ফরয, ওযু ভঙ্গের কারণ, নামাযের ফরয, নামাযের ওয়াজিব, নামায ভঙ্গের কারণসমূহ বলতে  পারবে।

৩৮।

শিক্ষার্থীরা পাঠ্য বইয়ে নির্বাচিত মাসনূন দু‘আসমূহ পড়তে পারবে ।

৩৯।

শিক্ষার্থীরা পাঠ বইয়ে নির্বাচিত হাদীসসমূহ দেখে পড়তে পারবে ।

৪০।

শিক্ষার্থীরা পাঠ্য বইয়ে নির্বাচিত হাদীসসমূহ মুখস্থ বলতে পারবে ।

৪১।

শিক্ষার্থীরা পাঠ্য বইয়ে নির্বাচিত হাদীসসমূহের বাংলা অর্থ বলতে পারবে ।

৪২।

পাঠের সাথে সংশিস্নষ্ট যে কোন বিষয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত প্রদান করতে পারবে।

৪৩।

ইসলামী আদব-কায়দা, গল্প, ঘটনা, বচন, ধাধা ইত্যাদি শিক্ষকের কাছে শুনে বলতে পারবে ।

৪৪।

পরিচিত বা জানা বিষয়ে মত বিনিময় করতে ও সিদ্ধামত্ম গ্রহণ করতে পারবে।

৪৫।

নিজেদের জানা বিষয়গুলো অন্যদেরকে বলতে পারবে ।

 

লেখা

১।

আরবী হরফ দেখে ও না দেখে লিখতে পারবে।

২।

নু্ক্তাওয়ালা ও নুক্তা ছাড়া হরফ দেখে ও না দেখে লিখতে পারবে।

৩।

আরবী হরফগুলো সহজভাবে লেখার ৮টি নিয়ম অনুযায়ী লিখতে পারবে।

৪।

যুক্তাক্ষর বিশিষ্ট হরফ দেখে লিখতে পারবে।

৫।

পাঠ্যপুসত্মকে লিখিত যুক্তাক্ষর ও যুক্তাক্ষর ছাড়া আরবী হরফ ব্যবহার করে লিখতে পারবে।

৬।

পাঠ্যপুসত্মকে ব্যবহৃত আরবী  যুক্তাক্ষর ও যুক্তাক্ষর ছাড়া হরফের পার্থক্য লিখে দেখাতে পারবে ।

৭।

পাঠ্যপুসত্মকে লিখিত আরবী  বর্ণের বিভিন্ন রূপ ব্যবহার করে লিখতে পারবে।

৮।

হরকত ব্যবহার করে দেখে  ও না দেখে লিখতে পারবে।

৯।

জযমওয়ালা হরফ লিখতে পারবে ।

১০।

পাঠ্যপুসত্মকে লিখিত কলকলার চার্ট দেখে লিখতে পারবে।

১১।

পাঠ্যপুসত্মকে লিখিত তাশদীদওয়ালা ও তাশদীদ  ছাড়া আরবী শব্দ ব্যবহার করে লিখতে পারবে।

১২।

নির্বাচিত সূরা, কালিমা, দু‘আ ও হাদীস শরীফ এবং পবিত্র কুরআন শরীফের আয়াত দেখে দেখে লিখতে পারবে ।